অনলাইন থেকে ইনকাম করার জন্য কী কী জানা প্রয়োজন - তা পর্ব আকারে উপস্থাপ্ন করছি।

বর্তমান যুগে অনলাইন ইনকাম একটি জনপ্রিয় বিষয় হয়ে উঠেছে। অনেকেই বাড়িতে বসে আয় করছেন ডলার বা টাকা। তবে এ পথে সফল হতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা ও বুঝা প্রয়োজন। এই পর্বে আমরা জানবো অনলাইন ইনকাম শুরু করার আগে কী কী প্রস্তুতি প্রয়োজন।




পোস্ট সূচিপত্রঃ অনলাইন থেকে টাকা ইনকাম করার পদ্ধাতি।

অনলাইন ইনকাম কী 

অনলাইন ইনকাম অর্থ হলো ইন্টারনেটের মাধ্যমে অর্থ উপার্জন করা। এটি হতে পারে ফ্রিল্যান্সিং, ইউটিউব, ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা, কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে।


প্রয়োজনীয় স্কিল ( দক্ষতা )

অনলাইন ইনকামের জন্য নির্দিষ্ট কিছু দক্ষতা দরকার হয়, যেমনঃ

ইংরেজি ভাষাঃ আন্তর্জাতিক মার্কেটের জন্য ইংরেজি জানা অনেক জরুরি।

কম্পিউটার /মোবাইল চালানোঃ ইন্টানেট ব্যবহারে দক্ষ হতে হবে।

নির্দিষ্ট স্কিল শেখাঃ যেমন গ্রাফিক ডিজাইন , ওয়েব ডিজাইন, কন্টেন্ট রাইটিং , ভিডিও এডিটিং ইত্যাদি।


সময় ব্যবস্থাপনা

অনলাইন ইনকামে সফল হতে হলে সময়কে গুরুত্ব দিতে হয়। নিয়মিত সময় দিয়ে কাজ করতে হয় । এটা চাকরি নয়, তাই নিজের মতো করেই সময় দিতে হয়।


অনলাইন ইনকামের জনপ্রিয় মাধ্যমগুল

বর্তমানে ইন্টানেট ব্যবহারের মাধ্যমে আয় করার অনেক পথ তৈরি হয়েছে। তবে সব পথ সবার জন্য উপযোগী নয়। এখানে আমরা কিছু জনপ্রিয় ও কার্যকর অনলাইন ইনকামের মাধ্যমে নিয়ে আলোচনা করবো

ফ্রিল্যান্সিং (Freelancing )

ফ্রিলান্সিং হলো এমন একটি পেশা যেখানে আপনি নির্দিষ্ট একটি কাজের বিনিময়ে ক্লায়েন্টের কাছ থেকে টাকা পান। জনপ্রিয় ফ্রিল্যান্সিং স্কিলগুলোঃ
  • গ্রাফিক ডিজাইন
  • ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
  • ভিডিও এডিটিং
  • কনটেন্ট রাইটিং
  • ডাটা এন্ট্রি

            প্ল্যাটফর্মঃFiverr, Upwork, freelancer, peoplePerhour

অ্যাফিলিয়েট মার্কেটিং ( Affiliate Marketing )

অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হলো অন্য কোম্পানির পণ্য প্রচার করে কমিশন আয় করা। আপনি যদি কোনো ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ চালান, তাহলে সেখানে পণ্যের লিংক দিয়ে বিক্রি করলে কমিশন পেতে পারেন।

            প্ল্যাটফর্মঃ Amazon, Associates, Clickbank, ShareSale

ব্লগিং 

ব্লগ হলো একটি ওয়েবসাইট যেখানে আপনি নির্দিষ্ট বিষয়ের উপর নিয়মিত লেখা প্রকাশ করেন। এতে Google Adsense, Affiliate Marketing, বা স্পন্সরশিপ থেকে আয় হয়।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিক্সমিয়া নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url