অনলাইনে সার্ভে করে কিভাবে টাকা আয় করবেন
অনলাইনে সার্ভে করে কিভাবে টাকা ইনকাম করবেন তা বুঝতে পারছেন না। সার্ভের কাজ হলো বিভিন্ন কোম্পানির প্রশ্নের উত্তর দিয়ে তাদের পন্য বা সেবার উন্নতিতে সাহায্য করা। আপনি সহজে ঘরে বসে থেকে অনলাইনে সার্ভে করে বাড়তি আয় করতে পারেন।
আপনি চাকরির পাশাপাশি বা ফ্রি টাইম নষ্ট না করে সার্ভে করে ইনকাম করতে পারবেন। অনলাইনে সার্ভে করে কিভাবে ইনকাম করবেন সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাই দেরি না করে আর্টিকেলটি পড়ে টাকা ইনকামের উপায় জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃ ইনলাইনে সার্ভে করে কিভাবে টাকা আয় করবেন টার সহজ মাধ্যম
- অনলাইনে সার্ভের কাজ কি এবং কিভাবে হয়
- কেনো অনলাইনে সার্ভে জনপ্রিয় উপার্জনের মাধ্যম
- বাংলাদেশ থেকে সার্ভে কাজ করার সুযোগ ও সীমাবদ্ধতা
- বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সার্ভে ওয়েবসাইটের তালিকা
- সার্ভের কাজ শুরু করার জন্য অ্যাকাউন্ট খোলার নিয়ম
- সার্ভে করার সময় সাধারন ভুল এবং সেগুলো এড়িয়ে চলার উপায়
- সার্ভে সাইটে প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখার কৌশল
- মোবাইল দিয়ে সার্ভে করে টাকা ইনকাম করার উপায়
- সার্ভে সাইট থেকে পেমেন্ট পাওয়ার মাধ্যম
- লেখকের শেষ কিছু কথা
অনলাইনে সার্ভের কাজ কি এবং কিভাবে হয়
অনলাইনে সার্ভের কাজ মূলত বিভিন্ন কোম্পানি, ব্র্যান্ড বা গবেষণা প্রতিষ্ঠানের
বাজারে গবেষনা ও গ্রাহকের মতামত সংগ্রহের একটি সহজ উপায়। আগের যেসব সার্ভের কাগজে
বা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে করা হতো, এখন সেগুলো অনলাইন প্ল্যাটফর্মে স্থান
পেয়েছে। সাধারনত একটি প্রতিষ্ঠান নতুন পণ্য বাজারে আনার আগে বা কোনো সেবা উন্নত
করার জন্য ভোক্তাদের মতামত জানতে চায়। এজন্য তারা অনলাইন সার্ভে তৈরি করে এবং সেই
সার্ভেতে অংশগ্রহণ করার জন্য ব্যবহারকারীদের আমন্ত্রণ জানায়। অংশগ্রহনকারীরা
নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিয়ে তাদের মতামত জানায়, আর এর বিনিময়ে তারা কিছু
নির্দিষ্ট অর্থ, গিফট কার্ড, ভাউচার বা পয়েন্ট পান যা পরে রিডিম করা যায়।
অনলাইনে সার্ভের কাজ করতে হলে প্রথমে বিশ্বস্ত কোনো সার্ভে ওয়েবসাইটে বা অ্যাপে
রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনের সময় সাধারণত ব্যক্তিগত তথ্য যেমন বয়স,
লিঙ্গ, পেশা, আগ্রহ ইত্যাদি দিতে হয়,কারন সার্ভে কোম্পানিগুলো নির্দিষ্ট গ্রুপের
মানুষের মতামত জানতে চায়। এর পর ব্যবহারকারীর প্রোফাইল অনুযায়ী বিভিন্ন সার্ভের
অফার আসে। প্রতিটি সার্ভেতে নিদিষ্ট সংখ্যক প্রশ্ন থাকে এবং এগুলো সাধারণ্ট
বহুনির্বাচনী (multiple choice) হ্যাঁ/ না, বা মতামত ভিত্তিক হয়ে থাকে।
একটি সার্ভে সম্পন্ন করতে ৫ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে, যা
নির্ভর করে প্রশ্নের সংখ্যা ও জটিলতার ওপর। এই কাজটি মূলত ফ্রিল্যান্সিং ভিত্তিক,
কেউ চাইলে অবসর সময়ে সার্ভেতে অংশ নিয়ে অতিরিক্ত আয় করতে পারে। তবে এখানে একটি
বিষয় মনে রাখা জরুরি, অনলাইনে অনেক ভুয়া সার্ভে সাইটেও আভহে যারা টাকা দেয় না
সেইগুলো সাইট এরিয়ে চলতে হবে। সব মিলিয়ে বলা যায়, অনলাইনে সার্ভে করা খুব কঠিন না
, সময় নিয়ে কাজ করলে ভালো ইনকাম করতে পারবেন।
কেনো অনলাইনে সার্ভে জনপ্রিয় উপার্জনের মাধ্যম
অনলাইনে সার্ভে জনপ্রিয় উপার্জনের একটি মাধ্যম হয়ে উঠেছে মূলত এর সহজলভ্যতা ও
সুবিধার কারনে। আধুনিক যুগে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই কাজ করার সুযোগ মানুষকে
আকর্ষণ করেছে। বিশেষ করে যারা পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত আয় করতে চস্ন, গৃহিণীরা
বা যারা ফুলটাইম চাকরি করে না, তাদের জন্য অনলাইন সার্ভের একটি উপযুক্ত বিকল্প।
এখানে কোনো নির্দিষ্ট যোগ্যতা, অভিজ্ঞতা বা টেকনিক্যাল দক্ষতা প্রয়োজন হয় না।
শুধু ইন্টারনেট সংযোগ আর কিছুটা সময় দিলেই এই কাজ করা যায়। ফলে অনলাইনে সার্ভে
সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।আরেকটি কারন হলো এটি একটি এক ধরনের
ফ্লক্সিবল কাজ।
চাকরির মতো নির্দিষ্ট সময় বা নিয়ম মেনে কাজ করতে হয় না। যে কেউ তার সুবিধামতো সময়
বেছে নিয়ে সার্ভে করতে পারে। অনেক সময় বাসে, ট্রেনে বা অবসর মুহূর্তেও সার্ভে
সম্পন্ন করা যায়। ফলে দিনে অল্প কিছু সময় ব্যয় করেও কিছু রাড়তি আয় করা সম্ভব হয়।
একই সাথে সার্ভে থেকে পাওয়া পেমেন্ট নগদ অর্থ ছাড়াও বিভিন্ন গিফট কার্ড,
ডিসকাউন্ট কুপন বা রিওয়ার্ড পয়েন্ট আকারে পাওয়া যায়, যা অনেকের কাছে আকর্ষণীয়।
কোম্পানিগুলোতে তাদের পন্য বা সেবার মান উন্নত করার জন্য গ্রাহকের মতামত নিতে
আগ্রহী, তাই সার্ভে শিল্প দিন দিন বাড়ছে, এর ফলে সার্ভের সংখ্যা ও সু্যোগও বৃদ্ধি
পাচ্ছে।
বাংলাদেশ থেকে সার্ভে কাজ করার সুযোগ ও সীমাবদ্ধতা
বাংলাদেশ থেকে অনলাইনে সার্ভে কাজ করার সুযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইন্টারনেট
ব্যবহারকারীর সংখ্যা রাড়ায় এখন ঘরে বসেই মানুষ বিদেশি সার্ভে প্ল্যাটফর্মে কাজ
করতে পারছে। বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি তাদের বাজার গবেষণার জন্য বাংলাদেশকেও
একটি সম্ভাবনাময় দেশ হিসাবে বিবেচনা করেছে। ফলে অনেক প্ল্যাটফর্মে বাংলাদেশি
ব্যবহারকারিদের জন্যও সার্ভের সুযোগ পাওয়া যায়। যারা ছাত্রছাত্রী, গৃহিণী বা
পার্ট-টাইম কজ খঁজছেন, তাদের জন্য একটি বাড়তি আয়ের সহজ মাধ্যম হতে পারে। তবে
সুযোগের পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও আছে।
অনেক জনপ্রিয় অনলাইনে সার্ভে করে ওয়েবসাইট বাংলাদেশকে তাদের তালিকায় রাখে না, কারন তারা
সাধারনত ইউরোপ বা আমেরিকান মার্কেট টার্গেট করে। ফলে বাংলাদেশি ব্যবহারকারীরা
তুলনামূলক কম সংখ্যক সার্ভে পান। আবার অনেক সময় একটি প্রোফাইল তৈরি করার পরেও
সার্ভ শুরু করতে গিয়ে দেখা যায় আপনি এই সার্ভে জন্য যোগ্য নন। এই সমস্যাটি বেশি
হয় কারন কোম্পানিগুলো নির্দিষ্ট বয়স, লিঙ্গ বয়স বা পেশার মানুষের মতামত সংগ্রহ
করতে চায়।
তাছাড়া কিছু প্ল্যাটফর্মে পেমেন্ট গ্রহনের জন্য PayPal প্রয়োজন হয়, যা বাংলাদেশে
সরাসরি ব্যবহার করা যায় না। এ জন্য অনেকই গিফট কাঈড বা তৃতীয় পক্ষের পেমেন্ট
সিস্টেমের ওপর নির্ভর করেন। সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো ভুয়া ওয়েবসাইট বা স্ক্যাম ।
অনেক সাইট মানুষকে সার্ভে করিয়ে কোনো অর্থ প্রদান করে না। তাই আগে নতুনদের আগে
জানতে হবে গবেষণা করতে হবে বিশ্বস্ত রিভিউ দেখে কাজ শুরু করা উচিত।
বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সার্ভে ওয়েবসাইটের তালিকা
অনলাইনে সার্ভে করে আয় করার জন্য অনেক ওয়েবসাইট থাকলেও সবগুলোই নির্ভরযোগ্য
নয়।তাই কাজ শুরুর আগে অবশ্যই বিশ্বস্ত এবং দীর্ঘদিন ধরে ব্যবহারকারিদের নিয়মিত
পেমেন্ট দিচ্ছে এমন সাইট বেছে নেওয়া উচিত। নিচে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সার্ভে
ওয়েবসাইটের তালিকা দেওয়া হলোঃ
- Swagbucks- সবচেয়ে জনপ্রিয় সার্ভে সাইট, যেখানে সার্ভে ছাড়াও ভিডিও দেখা, অনলাইন শপিং ও গেম খেলে আয় করা যায়।
- Toluna Influencers-বড় সার্ভে নেটওয়ার্ক, যেখানে মতামত শেয়ার করার মাধ্যমে পয়েন্ট অর্জন করে গিফট কার্ড বা PayPal-এ টাকা পাওয়া যায়
- ySense-সার্ভে ছাড়াও বিভিন্ন অফার ও মাইক্রো ট্রাস্ক সম্পন্ন করে আয় করা যায়
- TimeBucks- বাংলাদেশ সহ বিশ্বের প্রায়সব দেশ থেকে ব্যবহার করা যায়, সার্ভে ছাড়াও ভিডিও দেখা, অ্যাপ ব্যবহার, বিজ্ঞাপন দেখা ইত্যাদি কাজের সুযোগ
- PrizeRebel-দ্রুত সার্ভে সম্পন্ন করে পয়েন্ট উপার্জন করা যায় এবং তা PayPal বা গিফট কার্ডে রুপান্তর করা সম্ভব
- LifePoints-সহজ সার্ভে প্ল্যাটফর্ম, যেখানে ছোট ও সহজ প্রশ্নের উত্তর দিয়ে আয় করা যায়।
- InboxDollars-সার্ভে, গেমস এবং অনাইন শপিংয়ের মাধ্যমে ইনকামের সুযোগ দেয়।
- YouGov -রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে মতামত প্রদানের জন্য পরিচিত এবং দীর্ঘদিন ধরে বৈধভাবে পেমেন্ট দিয়ে আসছে।
সার্ভের কাজ শুরু করার জন্য অ্যাকাউন্ট খোলার নিয়ম
অনলাইনে সার্ভে করে কাজ শুরু করার জন্য প্রথমেই সঠিকভাবে একটি অ্যাকাউন্ট খোলা
অত্যন্ত জরুরি। কারন সার্ভের সাইটগুলোয়াপ্নার প্রোফাইল অনুযায়ী কাজ দেয় এবং আপনার
তথ্যর ভিত্তিতেই আপনি বেশি সার্ভে পাওয়ার সুযোগ পান। সাধারণত প্রথম ধাপে একটি
নিরর্ভযোগ্য ও বিশ্বস্ত সার্ভে ওয়েবসাইট নির্বাচন করতে হবে। নির্বাচন করার সময়
অবশ্যই খেলায় রাখতে হবে যে সাইটি প্রতারণামুক্ত এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য।
এরপর রেজিস্ট্রেশনের জন্য আপনার নাম, ইমেইল ঠিকানা এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড
দিয়ে ফর্ম পূরণ করতে হয়। অনেক ক্ষেত্রে ফোন নম্বার বা লোকেশনও দিতে হয়, যাতে
কোম্পানি আপনার পরিচয় নিশ্চিত করতে পারে।
অ্যাকাউন্ট খোলার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রোফাইল সম্পূর্ণ করা।
প্রোফাইল পূরনের সময়
বয়স, শিক্ষা, পেশা, আয়, পরিবারের সদস্য সংখ্য, পছন্দ ও অভ্যাস
ইত্যাদি সঠিকভাবে দিতে হবে। কারণ সার্ভে কোম্পানিগুলো সাধারণত নির্দিষ্ট গ্রাহক
শ্রেনি বেছে নিয়ে প্রশ্ন করে। আপনি যত বেশি তথ্য দিবেন এবং সেগুলো বাস্তবসম্মত
হবে, তত বেশি সার্ভে আপনার জন্য আসবে। তবে কোনোভাবেই ভুল বা ভুয়া তথ্য দেওয়া যাবে
না, এতে করে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।
আরো পড়ুনঃ খালি পেটে আমলকি খাওয়ার উপকারিতা
কিছু সাইটে ইমেইল ভেরিফিকেশন বা ফোন ভেরিফিকেশন করতে হয়, যা সম্পন্ন করলে আপনার
অ্যাকাউন্ট সম্পূর্ণ সক্রিয় হয়। এরপর ড্যাশবোর্ড থেকে সার্ভে লিস্ট দেখতে পারবেন
এবং যেকোনো সার্ভে সম্পন্ন করার মাধ্যমে পয়েন্ট বা অর্থ উপার্জন শুরু করতে
পারবেন। অনেক প্ল্যাটফর্মে পেপাল, ব্যাংক ট্রান্সফার অথবা গিফট কার্ডের মাধ্যমে
পেমেন্ট দেওয়া হয়, তাই আগে থেকেই একটি পেমেন্ট মেথড সংযুক্ত করে রাখা ভালো।
সার্ভে করার সময় সাধারণ ভুল এবং সেগুলো নড়িয়ে চলার উপায়
অনলাইনে সার্ভে করার সময় অনেকেই কিছু সাধারণ ভুল করে থাকেন, যার কারনে অ্যাকাউন্ট
বন্ধ হয়ে যায় বা আয় করার সুযোগ নষ্ট হয়। সবচেয়ে সাধারণ ভুল হলো ভুল বা ভুয়া তথ্য
দেওয়া। অনেকেই মনে করেন ভুল তথ্য দিলে বেশি সার্ভে পাওয়া যাবে, কিন্তু বাস্তবে
কোম্পানি তথ্য যাচাই করে নেয় এবং এইসব ভুল করার জন্য অ্যাকাউন্ট ব্লগ করে দেয়।
তাই সবসময় নিজের সম্পর্কে সঠিক ও বাস্তব তথ্য দেওয়া জরুরি। আরেকটি ভুল হলো
সার্ভের প্রশ্ন দ্রুত শেষ করার জন্য এলোমেলো উত্তর দেওয়া।
সার্ভের প্রতিটি প্রশ্ন আসলে কোম্পানি গবেষণার জন্য গুরুত্বপূর্ণ, তাই
অসংগতিপূর্ণ উত্তর দিলে আপনি ভবিষ্যৎ আর সার্ভে পাবেন না। আরেকটি সাধারন ভুল হলো
একই অ্যাকাউন্ট দিয়ে একাধিক ডিভাইস থেকে লগইন করা অথবা একাধিক ফেক অ্যাকাউন্ট
খোলা। এতে প্যাটফর্ম আপনাকে সন্দেহজনক ব্যবহারকারী মনে করে এবং ব্যান করে দিতে
পারে। তাই সবসময় একটি অ্যাকাউন্ট ব্যবহার করা এবং সেটিকে নিয়মিত সক্রিয় রাখা
উচিত।
অনেক সময় ব্যবহারকারীরা সার্ভে করার সময় মনোযোগ দেয় না এবং প্রশ্ন না পড়ে উত্তর
দেন, ফলে তথ্য অসঙ্গত হয়। তাই প্রতিটই প্রশ্ন মনোযোগ দিয়ে পড়া ও বুঝে উত্তর দেওয়া
জরুরি। এছাড়া পেমেন্ট মেথড ভুলভাবে সেট করা বা নিয়মিত আপডেট না করাও একটি সাধারণ
সমস্যা। ফলে আয়কৃত অর্থ তুলতে সমস্যা হয়। এই সমস্যার সমাধানে নির্ভরযোগ্য পেমেন্ট
অপশন ব্যবহার করতে হবে এবং প্রয়োজন হলে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
সার্ভে সাইটে প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখার কৌশল
অনলাইনে সার্ভে সাইটে কাজ করার সময় প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখা অত্যন্ত
জরুরি। অনেক ভুয়া ওয়েবসাইট নিজেদেরকে বৈধ সার্ভে প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় দিয়ে
ব্যবহারকারীদের কাছ থেকে সময় বা ব্যক্তিগত তথ্য নিয়ে থাকে। তাই প্রথমেই
বিশ্বস্ত ও রিভিউকৃত সার্ভে সাইট বেছে নেওয়া উচিত। যেসব সাইটের ব্যবহারকারী
রেটিং ভালো, দীর্ঘদিন ধরে চালু আছে এবং যাদের পেমেন্ট প্রমান পাওয়া যায়,
সেগুলোই নির্বাচন করা নিরাপদ।
কখনোই এমন সাইটে কাজ শুরু করা উচিত নয় যেখানে আগে থেকে টাকা জমা দিতে হয় বা
সাবস্ক্রিপশন নিতে হয়, কারণ আসল সার্ভে সাইটে কোনো টাকা আগে দিতে হয় না।
প্রতারণা এড়াতে অ্যাকাউন্ট খোলার সময় ব্যক্তিগত তথ্য সীমিতভাবে প্রদান করা
উচিত। যেমন জতীয় পরিপচপত্র নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট বিস্তারিত বা ক্রেডিট
কার্ড তথ্য কখনো শেয়ার করা যাবে না। সার্ভে সাইট সাধারনত শুধুমাত্র বয়স, পেশা,
লোকেশন বা শখের তথ্যই চায়। এছাড়া সবসময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং
দুই স্তরের ভেরিফিকেশন চালু রাখা নিরাপত্তার জন্য ভালো।
মোবাইল দিয়ে সার্ভে করে টাকা ইনকাম করার উপায়
মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে সার্ভে করে টাকা ইনকাম করা এখন খুব সহজ একটি
মাধ্যম হয়ে উঠেছে। শুধু একটি স্মার্টফোজ ও ইন্টারনেট কানেকশন থকালেই ঘরে বসেই
আয় করা সম্ভব। প্রথমেই আপনাকে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সার্ভে অ্যাপ ও
ওয়েবসাইট বেছে নিতে হবে। বত্তমানে অনেক সার্ভে সাইটের মোবাইল অ্যাপ বরেছে ।
যেমন --Swagbucks, Toluna, Ysene, TimeBucks ইত্যাদি সরাসরি মোবাইল থেকে
ব্যবহার করা যায়। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এসব অ্যাপ ডাউনলোড করে
সহজেই অ্যাকাউন্ট তৈরি করা যায়।
মোবাইল দিয়ে সার্ভে করার সবচেয়ে বড় সুবিধা হলো যেকোনো সময় ও যেকোনো জায়গা থেকে
এটি করা সম্ভব।যাত্রাপথে, অবসর সময়ে বা বাসায় বসেই কয়েক মিনিটের মধ্যে সার্ভে
শেষ করা যায়। তবে আয় বাড়াতে প্রতিদিন নিয়মিত লগইন করা এবং নতুন সার্ভে আসা
মাত্রই সম্পন্ন করা গুরুত্বপুর্ণ। পাশাপাশি, ভুয়া বা অবিশ্বাস্ত অ্যাপ থেকে
দূরে থাকা উচিত, কারন সেগুলো প্রতারণামূলখতে পারে। মোবাইল দিয়ে সার্ভে করে টাকা
ইনকাম করার জন্য প্রয়োজন শুধু সঠিক অ্যাপ নির্বাচন , নিয়মিত আংশ গ্রহন এবং
ধৈয্য ধরে কাজ করা । এভাবে ছোট ছোট আয় জমে মাস শেষে একটি ভালো পরিমান ইনকাম হবে
সার্ভে থেকে।
সার্ভে সাইট থেকে পেমেন্ট পাওয়ার মাধ্যম
অনলাইনে সার্ভে সাইট থেকে আয় করার পর সেই টাকা উত্তোলনের জন্য বিভিন্ন ধরনের
পেমেন্ট মাধ্যম ব্যবহার করা হয়। সাধারণত আন্তর্জাতিক সার্ভে সাইটগুলো তাদের
ব্যবহারকারীদের সহজে টাকা তুলতে একাধিক অপশন দিয়ে থাকে। সবচেয়ে জনপ্রিয় মাধ্যম
হলো PayPal, কারণ এর মাধ্যমে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা কার্ডে টাকা
তোলা যায়। তবে বাংলাদেশে সরাসরি PayPal ব্যবহারে কিছু সীমাবদ্ধতা থাকায় অনেকেই
বিকল্প হিসাবে Payoneer ব্যবহার করেন।
আরো পড়ুনঃ নিম পাতার রস খাওয়ার উপকারিতা
Payoneer কার্ডের মাধ্যমে সার্ভে সাইট থেকে আয় করা অর্থ আন্তর্জাতিক
লেনদেন করে ব্যাংক অ্যাকাউন্টে তোলা সম্ভব। এ ছাড়া অনেক সার্ভে সাইটে Gift Card
আকারেও পেমেন্ট দেয়। যেমন , Amazon, Google Play, Netfilix,বা অন্যান্য শপিং
প্ল্যাটফর্মের গিফট কার্ড। যেমন দেশে PayPal, Payoneer কাজ করে না, সেখানে এই
গিফট কার্ড অনেক জনপ্রিয় বিকল্প। কিছু সার্ভে সাইটে সরাসরি Bank Transfer
ba ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে অর্থ প্রদান করে।
তবে এ জন্য আপনার ব্যাংক তথ্য জমা দিতে হয় এবং একটি সাধারণত বেশি অর্থ
উপার্জনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাংলাদেশে কিছু সাইট মোবাইল ফাইন্যান্স
সার্ভিস যেমন Bkash, Nagad, Rocket এর মাধামেও পেমেন্ট দেয়, তবে সেগুলো সাধারণত
আন্তর্জাতিক নয়, বরং স্থানীয় কিছু প্ল্যাটফর্ম বা তৃতীয় পক্ষের মাধ্যমে কাজ
করে। তাই যে সাইটে কাজ শুরু করবেন, আগে থেকেই দেখে নিতে হবে তারা কোন কোন
পেমেন্ট মাধ্যম সাপোর্ট করে।
লেখকের শেষ কিছু কথা
এই পোস্টে কিভাবে সার্ভে কাজ করে সহজ উপায়ে আয় করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনলাইন থেকে থেকে টাকা ইনকাম করার এখন অনেক সুযোগ রয়েছে।যদি আপনি সঠিক ভাবে সার্ভে কাজে সময় দিতে পারেন তাহলে সামনে আপনার লাইফে ভালো কিছু অপেক্ষা করছে। আপনার যদি ল্যাপটপ বা মোবাইল থাকে তাহলে আপনি অলাইনে সার্ভে থেকে ইনকাম করতে পারবেন। শুরুতে ইনকাম কম হলেও, ধীরে ধীরে আপনার ইনকাম বাড়তে থাকবে তাই ধৈর্য ধরে কাজ করতে হবে।
এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের যদি উপকারি তথ্য পেতে চান যেটা থেকে আপনার ইনকাম করার মাহধ্যম খুজে পাবেন তাহলে আমাদের আর্টিকেল আপনি প্রতি নিয়তো পাবেন। কারন আমরা নিয়মিত তথ্য বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করে থাকি। আপনি সময় নষ্ট না করে, সময়কে কাজে লাগিয়ে নিজের স্বপ্ন এর পথে এগিয়ে যান। আর অনলাইনে সার্ভে করে কাজে আপনার প্রতি মাসে একটা ভালো পরিমান আয় কতে পারবেন।
ট্রিক্সমিয়া নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url